ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে রেল সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: ০০:০৫, ৪ ডিসেম্বর ২০১৫

ঈশ্বরদীতে রেল সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বর্তমান প্রতিযোগিতার যুগে গতানুগতিকতা পরিহার করে নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিতকরণ ছাড়াও পরিচ্ছন্নতা ও সেবা ধর্মী কর্মকান্ডের গুরুত্ববৃদ্ধি ও বিস্তার ঘটানোর লক্ষ্যে শুক্রবার সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন স্টেশনে রেলওয়ে সেবা সপ্তাহ শুরু হয়েছে। সকাল নয়টায় ঈশ^রদী রেলওয়ে জংসন স্টেশনে সেবা সপ্তÍাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান শাহ আলম ভুইয়া। পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) অশিম কুমার তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিএমই লোকো একে এম কামরুজ্জামান, ডিইএন-২ আসাদুল হক, ডিএমই ক্যারেজ হাসানুজ্জামান, ডিটিও শওকত জামিল মৌসি, সাংবাদিক তৌহিদ আক্তার পান্না, ডিপিও সদর আলী ও পাকশী বিভাগীয় কমান্ডেন্ট আশাবুল হক। বক্তারা রেলের সেবা বৃদ্ধির জন্য তাগিদ দিয়ে বলেন, রেল সেবা মূলক প্রতিষ্ঠান বিধায় এর সেবা ক্রমান্বয়ে বৃদ্ধি করতে হবে যাতে যাত্রীরা ট্রেন ভ্রমনে সাচ্ছন্দ বোধ করেন। পরে তারা স্টেশন প্লাটফর্মে সেবার মান বৃদ্ধি কল্পে একটি র‌্যালী বের করেন। কর্মকর্তারা ট্রেনের বাথরুম, যাত্রীদের সুযোগ সুবিধা, ইয়ার্ড ও লোকোসেড পরিদর্শন করেন। অন্যদিকে পাকশী বিভাগের রাজশাহী স্টেশনে পশ্চিমান্চলের জিএম খায়রুল আলম,খুলনা স্টেশনে সিই মাহববুল আলম বকশী,ডিআরএম লালমনিরহাট নাজমুল হাসান লালমনিরহাট স্টেশন, সিইই গাউসুল মনির পারবর্তীপুর ও সিসিএম মিহির কান্তি দিনাজপুর স্টেশনে রেল সপ্তাহের উদ্বোধন করেন ।
×