ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় আমন ধানের ভাল ফলন হলেও দাম কম ॥ কৃষক হতাশ

প্রকাশিত: ০০:০৭, ৪ ডিসেম্বর ২০১৫

নওগাঁয় আমন ধানের ভাল ফলন হলেও  দাম কম ॥ কৃষক হতাশ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আবাদ উদ্বৃত্ত উত্তরের নওগাঁ জেলায় এবার আমন ধানের ভাল ফলন হলেও ধানের বাজারে দাম কম হওয়ার কারনে কৃষকদের খরচ উঠছে না। হতাশ হয়ে পড়েছে এলাকার কৃষক। এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছে এখানকার কৃষকরা। খোঁজ নিয়ে জানা যায়, ধান উৎপাদনে বিখ্যাত জেলার প্রতিটি উপজেলায় চলছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। হাট বাজার গুলোতে ধান বেচা বিক্রি হচ্ছে প্রতিনিয়ত। তবে ধানের দাম কম হওয়ায় কৃষকরা হতাশা প্রকাশ করেছে। এবারে জেলার পোরশা উপজেলায় ২০হাজার ৫শ’ ১৪ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। প্রতি বিঘা জমিতে ১৪-১৮মন ধান হলেও হাট বাজার গুলিতে মন (৪০) কেজি) প্রতি ধানের দাম ৫শ’ ২০টাকা থেকে সাড়ে ৫শ’ টাকা। ফলে কৃষকরা ধানের ফলন দেখে খুশি হলেও ধানের দাম কম হওয়ায় তাদের দুশ্চিন্তায় দিন কাটছে। ধান উৎপাদনের খরচ মিটিয়ে নিজের কাছে অবশিষ্ট কিছুই থাকছে না বলে আক্ষেপ করছে অনেক কৃষক।
×