ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কায়রোর রেস্তোরাঁয় বোমা হামলা, নিহত ১৬

প্রকাশিত: ০০:১৩, ৪ ডিসেম্বর ২০১৫

কায়রোর রেস্তোরাঁয় বোমা হামলা, নিহত ১৬

অনলাইন ডেস্ক ॥ মিশরের রাজধানী কায়রোর একটি রেস্তোরাঁয় বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন আরও দুজন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার কায়রোর কেন্দ্রস্থলে আগুজা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় একজন কর্মকর্তা জানান, হামলাকারী ওই রেস্তোরাঁরই একজন বরখাস্ত কর্মচারী বলে ধারণা করা হচ্ছে। নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে দগ্ধ হয়ে অথবা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে। একটি ভবনের বেইজমেন্টে ওই রেস্তোরাঁ কাম নাইট ক্লাব থেকে হামলার পর বেরিয়ে আসার আর কোনো পথ ছিল না বলে মিশরীয় কর্মকর্তারা জানান। ২০১৩ সালে সেনাবাহিনী মিশরের মোহাম্মেদ মুরসি সরকারকে উৎখাত করার পর থেকে দেশটির বিভিন্ন স্থানে এ ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটে চলেছে, অধিকাংশ ক্ষেত্রে যার শিকার হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অবশ্য মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মালিকের সঙ্গে কর্মীর বিরোধ থেকেই কায়রোর এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বর্তা দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মুখোশধারী তিনজন এই হামলায় অংশ নেয়। তারা বিস্ফোরক ছুড়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
×