ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগে তিন কোটি টাকার বাণিজ্য

প্রকাশিত: ০০:৪০, ৪ ডিসেম্বর ২০১৫

কক্সবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগে তিন কোটি টাকার বাণিজ্য

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে পুলিশের কনস্টেবল নিয়োগে তিন কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। জেলা পুলিশের এক কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের এক নেতা চাকুরী প্রত্যাসীদের কাছ থেকে এ টাকা আদায় করে চলছেন বলে জানা গেছে। সূত্র জানায়, সারা দেশে একযোগে পুলিশ কনস্টেবল নিয়োগের ভিত্তিতে কক্সবাজার জেলায়ও ১২১ জন কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। এ সংক্রান্ত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শানিবার ৫ ডিসেম্বর। ইতোমধ্যে কক্সবাজারের সহস্রাধিক যুবক কনস্টেবল পদে নিয়োগ পেতে আবেদন করেছেন। এ সুযোগে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রতিজনের কাছ থেকে আড়াই থেকে তিন লাখ টাকা হারে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে চরম অসস্তোষ বিরাজ করছে খোঁদ সরকারী দলের লোকজনের মধ্যে। এক আবেদনকারীর পিতা বলেন, পরীক্ষায় পাশ করলেও টাকা না দিলে নাকি তালিকায় নাম আসবে না। তাই তিন লাখ টাকা দিয়ে হলেও চাকুরিটা পেলেইতো ভাল।
×