ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমেরিকায় স্বপন দত্তের সঙ্গীতানুষ্ঠান

প্রকাশিত: ০৩:৩৪, ৫ ডিসেম্বর ২০১৫

আমেরিকায় স্বপন দত্তের সঙ্গীতানুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ দেশের বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন দত্ত সম্প্রতি আমেরিকার লুইজিয়ানা স্টেটে প্রবাসী বাঙালীদের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। প্রায় পাঁচ মাস ধরে তিনি সেখানের বেশকিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠানে রবীন্দ্র সঙ্গীতের ওপর প্রশিক্ষণও দেন। আমেরিকা থেকে টেলিফোনে শিল্পী স্বপন দত্ত জানান, গত ২২ নবেম্বর লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি অডিটোরিয়ামে প্রবাসী বাঙালীদের আয়োজনে এক অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, দেশের গান ও হারানো দিনের আধুনিক গান পরিবেশন করেন তিনি। তিনি বলেন, বাংলা গানের আবেদন এখনও শেষ হয়ে যায়নি, তার প্রমাণ মিলল সেখানের দর্শক সমাগম দেখে। আমি এখানের কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষণ দিতে গিয়ে এদের আগ্রহ দেখে মোহিত হয়েছি। গান শেখার প্রতি তাদের অদম্য ইচ্ছা ও আগ্রহ আমাকে অবাক করেছে। নিজেও যেন এক গর্ব অনুভব করতে লাগলাম বাংলা গানের প্রতি তাদের ভালবাসা দেখে। শিল্পী স্বপন দত্ত জানান, খুব শীঘ্রই দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে নতুন এ্যালবামের বাকি কাজ শেষ করে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজনা করবেন। শিল্পী স্বপন দত্তের একক এ্যালবামগুলো হলো-‘সুরে সুরে খুঁজি তাঁরে’,‘পথের শেষ কোথায়’, ‘আজও সেই গান’, ‘দুই ধারার রবির গান’ নামে একই মোড়কে দুটি এ্যালবাম ‘চিরসখা‘ ও ‘আনন্দলোকে’।
×