ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘বাজিরাও মাস্তানি’ চলচ্চিত্রের বিরুদ্ধে মামলা!

প্রকাশিত: ০৩:৩৪, ৫ ডিসেম্বর ২০১৫

‘বাজিরাও মাস্তানি’ চলচ্চিত্রের বিরুদ্ধে মামলা!

সংস্কৃতি ডেস্ক ॥ রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত এবং সঞ্জয়লীলা বানশালী পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ চলচ্চিত্রটি আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে। তবে তার আগেই চলচ্চিত্রটির মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন চার ব্যক্তি। ওই চারজনের দাবি, তারা পেশওয়া বাজিরাও এবং মাস্তানির উত্তরাধিকারী (অষ্টম প্রজন্ম)। এই জনস্বার্থ মামলা বেশকিছুটা চাপে ফেলেছে চলচ্চিত্রের প্রযোজক-পরিচালক সঞ্জয়লীলা বনশালীকে। যদিও সঞ্জয়লীলা বনশালী, রণবীর-দীপিকাসহ অনেকেই এখন মধ্যপ্রদেশ হাইকোর্টের রায়ের অপেক্ষায় রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও চলচ্চিত্রের ব্যবসা কিছুটা হলেও মার খাওয়ার আশঙ্কা থেকেই যায় বা উল্টোটাও হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা! এই চলচ্চিত্রে বাজিরাওয়ের ভূমিকায় রয়েছেন রণবীর সিং এবং মাস্তানির চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ‘বাজিরাও মাস্তানি’ চলচ্চিত্রে প্রচারে এবং গানগুলোতে যা দেখানো হচ্ছে, যেভাবে বাজিরাও এবং মাস্তানিকে দেখানো হয়েছে, তাতে তাঁদের বংশের সম্মানহানি হয়েছেÑ এমনটাই দাবি ওই চার আবেদনকারীর একজন আওয়াইস বাহাদুরের। আওয়াইস আরও জানান, বানশালীর চলচ্চিত্রে ঐতিহাসিক সত্যকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র মুনাফার কথা মাথায় রেখে বিনোদনকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
×