ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার সালমান খানের আত্মজীবনী

প্রকাশিত: ০৩:৩৫, ৫ ডিসেম্বর ২০১৫

এবার সালমান খানের আত্মজীবনী

সংস্কৃতি ডেস্ক ॥ বলিউড সুপারস্টার সালমান খান আগামী ২৭ ডিসেম্বর ৫০তম জন্মদিন পালন করতে যাচ্ছেন। জানা গেছে, বয়সের হাফ সেঞ্চুরি উপলক্ষে আত্মজীবনী বের করছেন এ অভিনেতা। এই গ্রন্থের নাম রাখা হয়েছে ‘বিইং সালমান’। এটি বাজরে আনছে ভারতের প্রকাশনা সংস্থা পেঙ্গুইন ইন্ডিয়া। এটাই সালমানের জীবন নিয়ে লেখা প্রথম কোন গ্রন্থ। এতে তার ব্যক্তিজীবন ও পরিবারের জানা-অজানা কথা থাকছে। বইটি লিখেছেন দিল্লীর সাংবাদিক জসিম খান। পেঙ্গুইন ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, কোনটা প্রকৃত সালমান? এখন যেখানে আছেন, কেন তিনি এই পথে? সালমানের বংশ ও তার ব্যক্তিগত চমকপ্রদ জানা-অজানা তথ্যাদির সংক্ষিপ্ত বিবরণ থাকবে। এর মাধ্যমে তাকে বোঝা সহজ হবে ভক্তদের জন্য। বলিউডে সম্পৃক্ত এমন একটি পরিবারে বেড়ে উঠেছেন সালমান। তার বাবা সেলিম খান প্রখ্যাত চিত্রনাট্যকার। ১৯৮৮ সালে ‘বিবি হো তো এ্যায়সি’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন সল্লু।
×