ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে ২৩ শহীদের গণকরব নিশ্চিহ্নের পথে

প্রকাশিত: ০৩:৪৩, ৫ ডিসেম্বর ২০১৫

যশোরে ২৩ শহীদের গণকরব নিশ্চিহ্নের পথে

১৯৭১ সালের ৪ এপ্রিল যশোর রেলস্টেশন মাদ্রাসায় পাকবাহিনী গণহত্যা চালায়। পাক বাহিনীর হাতে সেদিন নিহত হয় ২৩ জন। তাদের মাটি চাপা দেয়া হয় মাদ্রাসার অভ্যন্তরে মাঠে। সেটি এখনও সংরক্ষণ করা হয়নি। যশোরের মুক্তিযোদ্ধারা জানান, ৪ এপ্রিল পাকহানাদাররা সেনানিবাস থেকে যশোর শহরে প্রবেশ করে। যশোর শহরে সে সময় অনেক অবাঙালী বাস করত। তাদের সহযোগিতায় ওই দিন সকালে রেলস্টেশনের দক্ষিণ পাশে মাদ্রাসায় ঢুকে পড়ে। এ সময় মাদ্রাসার কেউ কোরান শরীফ পাঠ করছিলেন, কেউ কেউ ইবাদত বন্দেগি করছিলেন। স্বাধীনতা যুদ্ধ শুরু হলে এ মাদ্রাসাতে স্থানীয় বেশ কয়েকটি পরিবারের সদস্য প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় নেয়। হানাদার বাহিনী নির্বিচারে গুলিতে প্রাণ যায় ২৩ জনের। অনেক খোঁজ নিয়েও সবার পরিচয় বের করা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা ১২ জনের নাম বলতে পেরেছে। ওই ঘটনায় যারা সেদিন নিহত হয়েছিলেন, তাদের কোন তালিকা কোথাও নেই। নির্মাণ হয়নি কোন স্মৃতিস্তম্ভ। প্রতি বছর ৪ এপ্রিল এলে, শহীদ পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসে। Ñসাজেদ রহমান, যশোর থেকে
×