ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় জেপি ও জাসদে মেয়র প্রার্থী আকাল

প্রকাশিত: ০৩:৫৪, ৫ ডিসেম্বর ২০১৫

বগুড়ায় জেপি ও  জাসদে মেয়র  প্রার্থী আকাল

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার পৌর নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ) প্রার্থী আকাল পড়েছে। এবার ৯টি পৌরসভার নির্বাচন হচ্ছে। এর মধ্যে সান্তাহারে জাতীয় পার্টির (জেপি) একজন ও নন্দীগ্রামে জাসদের একজন মেয়র পদের প্রার্থী খুঁজে পেয়েছে দল দুটি। বাকি ৮টি পৌরসভায় মেয়র পদে জেপি জাসদ শূন্য। বগুড়ার ভাগ্যবান এ দু’জন প্রার্থী নন্দীগ্রামে জাসদের মাহবুবুর রহমান রুস্তম ও সান্তাহারে জেপির আব্দুল লতিফ সিদ্দিকী। তারপরও লোকমুখে বলাবলি শেষ পর্যন্ত তারা থাকবেন তো! বিশেষ কোন কারণে প্রার্থিতা প্রত্যাহার করবেন না তো! লোকজন রসিকতা করে এমনও বলে বগুড়ার ৭ সংসদীয় আসনে গত নির্বাচনে জাতীয় পার্টির তিনজন এমপি ও জাসদের একজন এমপি নির্বাচিত হয়েছেন। এর মধ্যে জেপির দু’জন ও জাসদের একজনকে নির্বাচন করতে হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের মালা পরেছেন। পৌর নির্বাচনে তো তা হবে না। ভোট করতেই হবে। জেপি এর আগে গর্জে উঠে বলেছিল কোন প্রার্থী সঙ্কট নেই। প্রতিটি পৌরসভার তারা মেয়র প্রার্থী দেবে। অবশেষে প্রবাদের সেই কথাই ঠিক হলো যত গর্জে তত বর্ষে না। তারপরও যদি কোন কারণে প্রত্যাহারের দিন প্রত্যাহার করে নেন তাহলে তো জেপি শূন্য জাপা শূন্য। অবশ্য তা হবে না। দুজনই পণ করেছেন লড়বেনই। এখন দেখা যাক নির্বাচনী খেলায় কে জেতে কে হারে।
×