ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৭, ৫ ডিসেম্বর ২০১৫

টুকরো খবর

রেল সপ্তাহ উদ্বোধন স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ বর্তমান প্রতিযোগিতার যুগে গতানুগতিকতা পরিহার করে নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিতকরণ ছাড়াও পরিচ্ছন্নতা ও সেবাধর্মী কর্মকা-ের গুরুত্ববৃদ্ধি ও বিস্তার ঘটানোর লক্ষ্যে শুক্রবার সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন স্টেশনে রেলওয়ে সেবা সপ্তাহ শুরু হয়েছে। সকাল নয়টায় ঈশ^রদী রেলওয়ে জংসন স্টেশনে সেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান শাহ আলম ভুঁইয়া। পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) অশিম কুমার তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিএমই লোকো একেএম কামরুজ্জামান, ডিইএন-২ আসাদুল হক, ডিএমই ক্যারেজ হাসানুজ্জামান, ডিটিও শওকত জামিল মৌসি, সাংবাদিক তৌহিদ আক্তার পান্না প্রমুখ। বেত্রাঘাতে ছাত্র হাসপাতালে স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ শিক্ষককের বেত্রাঘাতে মাদ্রাসার এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার মধ্যরাতে উলিপুর উপজেলার ধামশ্রেণী বড়াইবাড়ী নূরানী ও হাফেজীয়া মাদরাসায়। ছাত্রটির পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন মধ্যরাতে মাদ্রাসার হাফেজী নাজরা বিভাগের আবাসিক ছাত্র রাসেল বাবুকে হাত-পা বেঁধে বেধড়ক বেত্রঘাত করতে থাকে শিক্ষক হাফেজ মাওলানা নাজমুল হুদা। এ সময় শিশুটির চিৎকারে পার্শ্ববর্তী ইউপি সদস্য আমিনুল ইসলাম বাবুসহ স্থানীয় লোকজন এসে অমানবিক এ দৃশ্য দেখে তাকে উদ্ধার করে। মুক্তিযোদ্ধাদের সেবা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৪ ডিসেম্বর ॥ কিশোরগঞ্জে লায়ন ক্লাবের উদ্যোগে অসহায় দুস্থ মেধাবী শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের মাঝে দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে প্রধান অতিথি দেশের খ্যাতিমান লায়ন শেখ কবির হোসেন মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে এ চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করেন। জীবনানন্দ মেলা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মরণে বরিশালে তিন দিনব্যাপী “জীবনানন্দ মেলা”র উদ্বোধন হয়েছে। শুক্রবার সকাল দশটায় নগরীর অমৃতলাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে মেলার উদ্বোধন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাচার্য ড. পবিত্র সরকার। পরবর্তীতে কবির প্রতিকৃতিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। মালয়েশিয়ার পাচার চেষ্টা যুবককে পরিবারের কাছে হস্তান্তর নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৪ ডিসেম্বর ॥ আড়াইহাজারের সবুজ নামের এক কিশোরকে মালয়েশিয়ার উদ্দেশে পাচারের পর মিয়ানমার থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। শুক্রবার বিকেলে নগরীর চাষাঢ়ায় সংস্থাটির নারায়ণগঞ্জ ইউনিট কার্যালয় থেকে ওই কিশোরকে হস্তান্তর করা হয়। মেজর (অব) রেজাউল হক শিক্ষাবৃত্তি প্রদান সম্প্রতি ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) ডাঃ মোঃ রেজাউল হক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান নোয়াখালীর বেগমগঞ্জে অনুষ্ঠিত হয় এবং এ অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। সোস্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) ডাঃ মোঃ রেজাউল হক শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এএমএম ফরহাদ এবং বেগমগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের।Ñবিজ্ঞপ্তি ম্যাককোয়ার ভার্সিটির প্রতিনিধি দল ইউজিসিতে অস্ট্রেলিয়ার ম্যাককোয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সঙ্গে তার অফিস কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, ইউজিসি সচিব ড. মোঃ খালেদ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অস্ট্রেলিয়ার ম্যাককোয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ইউজিসির সঙ্গে একটি এমওইউ চুক্তি সম্পাদন করতে আগ্রহ প্রকাশ করেন অস্ট্রেলিয়া ম্যাককোয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের পক্ষে ছিলেন প্রফেসর রফিকুল ইসলাম, আইন বিভাগ এবং মি. তানভীর শাহেদ, সিনিয়র কান্ট্রি ম্যানেজার, সাউথ এশিয়া। Ñবিজ্ঞপ্তি ইস্টার্ন ভার্সিটিতে গণিত উৎসব এসো মিলি গণিত উৎসবে এই সেøাগান নিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজন আগামী ১৮ ডিসেম্বর আয়োজন করা হয়েছে ৪র্থ গণিত উৎসব। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের প্রধান ও খ্যাতনামা লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। উৎসবের আহ্বায়ক ইইউ’র কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারপার্সন ড. মোঃ মাহফুজুর রহমান। আয়োজনের সহযোগিতায় রয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি কম্পিউটিং ক্লাব। অলিম্পিয়াডে নিবন্ধনের শেষ তারিখ ৮ ডিসেম্বর ২০১৫। নিবন্ধনের জন্য লগ-ইন করুন- Ñবিজ্ঞপ্তি। ইউজিসিতে ফ্যাব ল্যাব সংক্রান্ত কর্মশালা ফেব্রিকেশন ল্যাবরেটরির (ফ্যাব ল্যাব)-এর সম্ভাবনা শীর্ষক এক কর্মশালা বুধবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। দুইজন রিসোর্স পার্সন-মিস শেরি লেসিটার, ডিরেক্টর, দি ফ্যাব ফাউন্ডেশন এ্যান্ড এমআইটি ফ্যাব ল্যাব প্রোগ্রাম, বোস্টন, ইউএসএ এবং ড. কামু গ্যাচিজি, এক্সিকিউটিভ ডিরেক্টর, গিয়ারবক্স এ্যান্ড ফাউন্ডার অব ফ্যাব ল্যাব, নাইরোবি অনলাইনে কর্মশালায় বক্তব্য দেন। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান কর্মশালায় সভাপতিত্ব করেন। মিস সাউরি ইমাইজুমি, বিশ্ব ব্যাংক, ফ্যাব ল্যাবের ভূমিকা এবং তার প্রয়োজ সম্পর্কে ব্যাখ্যা করেন। বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য, সিনিয়র প্রফেসরস, বিশ্বব্যাংক, উচ্চশিক্ষা মান্নোয়ন প্রকল্প এবং বিডিরেনের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি। ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে প্রোগ্রামিং ও এ্যাপস প্রতিযোগিতা (আফতাব নগর, ঢাকা) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের টেলিযোগাযোগ ক্লাব সম্প্রতি চারদিনব্যাপী আন্তঃ-বিশ্ববিদ্যালয় ‘টেলি ওয়ার ফেয়ার প্রতিযোগিতা ২০১৫’র আয়োজন করেছে। নিজস্ব ক্যাম্পাস আফতাব নগরে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায়, ৩০টি বিশ্ববিদ্যালয় ও ২০ কলেজের ৩৫০ এরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান ও সভাপতিত্ব করেন ইলেক্ট্রিক্যাল এ্যান্ড কমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. গুরুদাস ম-ল। Ñবিজ্ঞপ্তি গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা বুধবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ট্রেনিং ওয়ার্কশপ অন ক্যাপাসিটি বিল্ডিং ফর কমিউনিটি রেডিও শীর্ষক কর্মশালা উদ্বোধন করেন তথ্য সচিব মরতুজা আহমদ। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে ১৬টি কম্যুনিটি রেডিও সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আরও ১৬টি কম্যুনিটি রেডিও অনুমোদন ও সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। ১৬টি কম্যুনিটি রেডিও ৩১ প্রশিক্ষণার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক এসএম হারুন-অর-রশীদ, সম্মানিত অতিথি ছিলেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক একেএম শামীম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। -বিজ্ঞপ্তি। ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে মুক্তিযুদ্ধের গল্প শুনল শিক্ষার্থীরা বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতেই শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনাবার ব্যবস্থা করল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক লে. কর্নেল (অব) কাজী সাজ্জাদ আলী জহির (বীরপ্রতীক) শিক্ষার্থীদের এ গল্প শোনান। ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা যেভাবে অসীম সাহস ও আত্মত্যাগের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছিল তা তুলে ধরেন তিনি। স্বাধীন বাংলাদেশে বাঙালীদের এই বীরত্বের ইতিহাস নতুন প্রজন্মকে ধারণ করার আহ্বান জানান কাজী সাজ্জাদ আলী জহির (বীরপ্রতীক)। সম্প্রতি রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান। -বিজ্ঞপ্তি
×