ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ছাত্রলীগ নেতার রগ কর্তনের ঘটনায় দুই জামায়াত কর্মী আটক

প্রকাশিত: ০৫:২৬, ৫ ডিসেম্বর ২০১৫

কক্সবাজারে ছাত্রলীগ  নেতার রগ  কর্তনের ঘটনায়  দুই জামায়াত  কর্মী আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম মোস্তফার পায়ের রগ ও ঠোঁট কেটে নেয়ার ঘটনায় জড়িত সন্দেহে জামায়াতে ইসলামীর ২ জন কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টায় শহরের হাসপাতাল সড়ক ও চান্দের পাড়ায় অভিযান চালিয়ে কামাল হোসেন ও মোহাম্মদ নজরুলকে আটক করা হয়। এ ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয়ের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ। চিহ্নিত অস্ত্রধারী শিবির ক্যাডারদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ বলেন, দীর্ঘদিন যাবত সরকারী কলেজ শিবির ক্যাডাররা তাদের আখড়ায় পরিণত করে রেখেছে। ক্যাম্পাসকে শিবিরমুক্ত করতে হবে। তিনি বলেন, কলেজ ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম মোস্তাকের পায়ের রগ কেটে শিবির ক্যাডাররা আবারও প্রমাণ করেছেÑ ছাত্র শিবির রগ কাটার দল। কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক আবদুল মজিদ ও জেলা আ’লীগের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টায় কক্সবাজার শহরের হাসপাতাল সড়কের একটি হোটেলে নাস্তা খাওয়ার সময় সশস্ত্র জামায়াত শিবিরের ক্যাডাররা কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম মোস্তফার ডান পায়ের রগ এবং মুখের ডান পাশের ঠোঁট কেটে দেয়। গুরুতর আহত ছাত্রলীগ নেতাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার রাতেই তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×