ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২৬ এ্যাথলেটকে নিষিদ্ধের আহ্বান ইতালির

প্রকাশিত: ০৫:৩৯, ৫ ডিসেম্বর ২০১৫

২৬ এ্যাথলেটকে নিষিদ্ধের আহ্বান ইতালির

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান সময়ে এ্যাথলেটিক্স বিশ্বে সবচেয়ে বড় আলোচনার বিষয় নিষিদ্ধ ড্রাগ। আর পারফর্মেন্স বাড়ানোর ক্ষেত্রে এসব নিষিদ্ধ ওষুধ সেবন করে অনেক বিখ্যাত এ্যাথলেটই একের পর এক নিষেধাজ্ঞার বেড়াজালে আটকা পড়ছেন। সম্প্রতি রাশিয়াকে বিশ্ব এ্যাথলেটিক্সের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইএএএফ) থেকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা নিষিদ্ধ হয়েছে। এবার ইতালিয়ান অলিম্পিক কমিটি (সিওএনআই) জানিয়েছে দেশটির এন্টি ডোপিং এজেন্সি ২৬ জন এ্যাথলেটকে দুই বছর করে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। এর কারণ এই এ্যাথলেটরা ডোপ টেস্টের জন্য প্রয়োজনীয় নমুনা সরবরাহ করতে ব্যর্থ হয়েছেন। ইতালির এ্যাথলেটিক্স ফেডারেশন যে ২৬ এ্যাথলেটের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে তারমধ্যে অতীতে পদক জয়ীদের নামও রয়েছে। ২০১২ অলিম্পিকে ট্রিপল জাম্পে ব্রোঞ্জজয়ী ফ্যাব্রিজিও ডোনাটো, ২০০৭ বিশ্ব আসরে লং জাম্পে রৌপ্যজয়ী এন্ড্রু হাউ, ২০০৩ সালের বিশ্ব আসরে পোল ভল্টের চ্যাম্পিয়ন জিওসেপ্পি জিবিলিস্কোর নাম আছে এ তালিকায়। সবার বিরুদ্ধেই রক্তের নমুনা সরবরাহে ব্যর্থ হওয়া এবং এ বিষয়ে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাওয়ার অভিযোগ আছে। তালিকায় থাকাদের মধ্যে অনেকেই ২০১৬ সালের রিও ডি জেনিরো অলিম্পিকে কোয়ালিফাই করেছেন।
×