ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিউজিক এ্যাপ আনল ইউটিউব

প্রকাশিত: ০৫:৪১, ৫ ডিসেম্বর ২০১৫

মিউজিক এ্যাপ  আনল ইউটিউব

এ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের জন্য নতুন মিউজিক এ্যাপ উন্মোচন করেছে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। অফিসিয়াল মিউজিক ভিডিও থেকে শুরু করে জনপ্রিয় কভার, রিমিক্স এবং কনসার্ট ভিডিও থাকবে এতে। প্রযুক্তিবিষয়ক সাইট টেকট্রি এক প্রতিবেদনে জানিয়েছে, বাজারে ‘ইউটিউব মিউজিক’-এর আইওএস ও এ্যান্ড্রয়েড সংস্করণের অভিষেক হচ্ছে একসঙ্গে। এর মাধ্যমে ইউটিউব ব্যবহারকারীরা যেমন নতুন নতুন গান আবিষ্কার করবেন তেমনি, ইউটিউবের নিজস্ব তালিকা, চ্যানেল আর মিউজিক ভিডিও থেকে গান শুনতে পারবেন। টেকট্রির প্রতিবেদন অনুযায়ী, ‘ইউটিউব মিউজিক’-এর ‘কি ফিচার’ হচ্ছে- কখনো গান বাজানো থামাবে না এ্যাপটি। আর এর হোম পেজেই থাকবে ব্যবহারকারী সর্বশেষ যে গানগুলো শুনেছেন বা যে ভিডিওগুলো দেখেছেন তার তালিকা। এছাড়াও ব্যবহারকারীর পছন্দ আঁচ করে সেই অনুযায়ী মিউজিক ভিডিও-এর সাজেশন দেখাবে এ্যাপটি। এর মধ্যে থাকবে একদম নতুন মিউজিক ভিডিওগুলোও। এ্যাপটি ইনস্টল করার পর গুগল এ্যাকাউন্ট দিয়ে লগইন করার পর ১৪ দিনের ‘ফ্রি-ট্রায়াল পিরিয়ড’ পাবেন ব্যবহারকারী। ট্রায়াল পিরিয়ড শেষেও বিনা খরচে গানগুলো শুনতে পারবেন ব্যবহারকারী তবে এক্ষেত্রে যোগ হবে বিজ্ঞাপনের দৌরাত্ম্য। তবে ‘ইউটিউব রেড’ মেম্বারশিপ নিয়ে নিলে বিজ্ঞাপনের ঝক্কি ছাড়াই গান শুনতে পারবেন ও ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারী। তবে এক্ষেত্রে অবশ্যই খরচ হবে গাঁটের পয়সা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার দিয়ে যাত্রা শুরু করেছে ‘ইউটিউব মিউজিক’। তবে খুব শীঘ্রই বিশ্ববাজারেও এ্যাপটির অভিষেক হবে।
×