ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফারুক নওয়াজ

এই তো মাটি সোনার মাটি

প্রকাশিত: ০৫:৪৪, ৫ ডিসেম্বর ২০১৫

এই তো মাটি সোনার মাটি

এই তো মাটি সোনার মাটি ফসলফলা মাটি- আমার দেশের মাটির চেয়ে আর কি আছে খাঁটি! এই মাটিতে আউশ ফলাই, ফলাই আমন, বোরো; ধান বুনে পাই চাল-কুড়ো আর সঙ্গে মিলে খড়ও। ভুট্টা কাউন বাজরা জোয়ার গম যবে পাই আটা... এসব খেয়ে জীবন বাঁচে, সচল থাকে পা-টা। মুগ-মসুরি আর খেসারি মাষ-অড়হর ছোলা- ডালের অভাব দেয় ঘুচিয়ে পেটটা থাকে ফোলা। তিল-সরিষা মষনে-তিসি যোগান যোগায় তেলের... তেল মেখে গা চকমকানো থাকে চাষির ছেলের। মরিচ পিয়াজ রসুন আদা হলদে ধনের চাষে- নানান স্বাদের মসলা পেয়ে মা-বোনেরা হাসে। বাংলাদেশের মাটিরে ভাই বাংলাদেশের মাটি... একটু শুলে ঘুম এসে যায়- স্নিগ্ধ শীতলপাটি! চিনির অভাব গুড়ের অভাব হয় না কোনো কালে- এসব অভাব যায় যে মিটেই খেজুর-তালে। পাটের থেকে পাই যে থলে, পাই যে রশি-ছালা; শিমুল-কার্পাস-রেশম মিটায় বসন, শীতের জ্বালা। পান-সুপারি, চা আছে তাই ঘুচাই সুখের নেশা... এই মাটিকে আপন করে চলছে কত পেশা। কাঁঠাল-কলা, আম-পেয়ারা, বরই-পেঁপে, ফুটি- জ্যৈষ্ঠ মাসে শাখায়-শাখায় লিচুর লুটোপুটি। কমলা ডালিম কাউ আনারস বেল শরিফা আতা; কোনটা রেখে কোনটা খাবো ঠিক থাকে না মাথা। বাংলাদেশের মাটিরে ভাই হীরের চেয়ে খাঁটি... এই মাটিতে ঘুমাই আবার এই মাটিতে হাঁটি। শ্যাম-সুজলা শস্যফলা উর্বরা মৃত্তিকা- এই মাটিতে ফলেরে ভাই সব্জি বাহারিকা। কুমড়া ধুন্দল করলা শশা সবুজ সবুজ ঝিঙে... লাউয়ের মাচায় লেজ দুলিয়ে নাচতে থাকে ফিঙে। পুঁই কাকরোল, ঢেঁড়স গাজর কচুরমুখি বাগুন- জানো কি ভাই বরবটি আর চিচিঙ্গাতে যা গুণ! শিম টমেটো ফুলকপি আর পালং বাঁধাকপি... পাচ্ছি যখন এই মাটিতে খোদার নামটা জপি। এই মাটিতে জন্ম যখন ধার কি কারো ধারি- এই মাটিকেই ভালোবেসে মরতে যেন পারি!
×