ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৪ গুণীকে স্বর্ণপদক প্রদান যারা ভাল কাজ করবে তাদের অবশ্যই সম্মান দিতে হবে ॥ রফিক

প্রকাশিত: ০৫:৫০, ৫ ডিসেম্বর ২০১৫

৪ গুণীকে স্বর্ণপদক প্রদান যারা ভাল কাজ করবে তাদের অবশ্যই সম্মান  দিতে হবে ॥ রফিক

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার রফিক-উল-হক বলেছেন, অন্যকে সম্মান দিতে পারলে নিজেও সম্মান পাওয়া যাবে। তাই যারা ভাল কাজ করবে তাদের অবশ্যই সম্মান দিতে হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আহ্্ছানিয়া মিশন মিলনায়তনে সাতক্ষীরার চার গুণী ব্যক্তিকে স্বর্ণপদক প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য সাতক্ষীরা জেলার চার কৃতীসন্তানকে স্বর্ণপদক প্রদান করেছে ঢাকার সাতক্ষীরা জেলা জন সমিতি। স্বর্ণপদকপ্রাপ্তরা হলেনÑ বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডাঃ এমআর খান, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পী শেখ লুৎফর রহমান (মরণোত্তর), বিশিষ্ট শিক্ষাবিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. গোলাম রহমান এবং বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ হাবিবুর রহমান। ঢাকা মেডিক্যাল কলেজের কিডনি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সুহেলী আহমেদ সুইটির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ ও অধ্যক্ষ ড. মহব্বত খান, সাবেক ইউজিসি মেম্বার ও উপদেষ্টা সাতক্ষীরা জেলা সমিতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শেখ মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রফিক-উল-হক বলেন, আজ এই চার বিশিষ্ট ব্যক্তিকে স্বর্ণপদক দিয়ে সম্মাননা দেয়া হলো। এটা অত্যন্ত ভাল বিষয়। কাউকে সম্মান দিতে পারলে নিজেও সম্মান পাওয়া যাবে। তিনি বলেন, আপনি যদি কাউকে সম্মান দিতে পারেন তাহলে আপনিও সম্মানিত হবেন। আজ এদের সম্মাননা দেয়ায় আমি খুবই আনন্দিত।
×