ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে প্রাচীন বৌদ্ধনগরী ফের খনন শুরু

প্রকাশিত: ০৮:২৬, ৫ ডিসেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে প্রাচীন বৌদ্ধনগরী ফের খনন শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বর গ্রামে মাটির নিচে লুকিয়ে থাকা হাজার বছরের পুরনো বৌদ্ধনগরীর খনন কাজ আবার শুরু হয়েছে। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ২শ’ প্রশিক্ষক কর্মী প্রতœখনন কাজ করছে। আগামী ১৩ ডিসেম্বর এই খনন কাজের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে শুক্রবার এই খনন কাজ পরিদর্শন করেছেন ফাউন্ডেশনটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. নূহ-উল-আলম লেনিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। লেনিন জানান, চন্দ্র-বর্মের রাজত্বকালের বৌদ্ধনগরীর বেশ কিছু নিদর্শন এখানে আবিষ্কৃত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতাত্ত্বিক বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ও সাত জন চীনা প্রতœতত্ত্ববিদের তত্ত্বাবধানে এই খনন কাজ চলছে। এছাড়া এখানে চীনা সরকারের সহায়তায় বাংলাদেশে এই প্রথম আর্কিওলজি পার্ক নির্মাণের প্রক্রিয়া চলছে। সরেজমিনে দেখা যায়, বৃষ্টির মৌসুমে ঢেকে রাখা পুরাকীর্তিগুলো আবার উন্মোচন করা হচ্ছে। খনন কাজ চলছে পুরোদমে। এ সমস্ত কাজের ছবি তোলার জন্য আকাশে উড়ছে ড্রোন। শুক্রবার এই পুরাকীর্তির কাজ পরিদর্শনে আসেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৭ জন সঙ্গী। এদের মধ্যে ছিলেন শহীদ জননী জাহানারা ইমামের ছোট বোন তামিজা সাইদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও পালি বিভাগের অধ্যাপক নিরঞ্জন অধিকারী।
×