ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তালেবানের অন্তর্বর্তীকালীন নেতা আকহুনজাদা

প্রকাশিত: ১৯:১২, ৫ ডিসেম্বর ২০১৫

তালেবানের অন্তর্বর্তীকালীন নেতা আকহুনজাদা

অনলাইন ডেস্ক ॥ আফগান তালেবান গোষ্ঠীর শীর্ষনেতা মোল্লা আখতার মনসুর ‘নিহত’ হওয়ার পর দলটি অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে মৌলভি হাইবাতুল্লাহ আকহুনজাদাকে নির্বাচন করেছে। পাকিস্তানি টেলিভিশন ‘চ্যানেল ২৪’ কে উদ্ধৃত করে সিনহুয়া এই তথ্য জানিয়েছে। আকহুনজাদা তালেবানের উপপ্রধান এবং জঙ্গি-সন্ত্রাসী এই গোষ্ঠীটির সর্বোচ্চ পরিষদের সদস্য ছিলেন। তাকেই অন্তর্বর্তীকালীন দলনেতা হিসেবে নির্বাচন করা হয়েছে। অবশ্য শুক্রবার তালেবান গোষ্ঠীর একজন মুখপাত্র শীর্ষনেতা আখতার মনসুরের নিহত হওয়ার খবর প্রত্যাখ্যান করে একে ‘ভিত্তিহীন’ এবং শত্রুপক্ষ ও গোয়েন্দা সংস্থার অপপ্রচার বলে দাবি করেছেন। মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যেই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করেছেন ওই মুখপাত্র। এরআগে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরোয়, আফগান তালেবান গোষ্ঠীর শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুর গুরুতর আহত হয়ে মারা গেছেন।
×