ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

প্রকাশিত: ১৯:১৩, ৫ ডিসেম্বর ২০১৫

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক ॥ প্রায় এক মাসের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। এতে প্রতি ভরিতে কমছে এক হাজার ২২৪ টাকা। নতুন দর আজ শনিবার থেকে কার্যকর হবে। শুক্রবার বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৪১ হাজার ২৯০ টাকা। বিদ্যমান দাম ৪২ হাজার ৫১৫ টাকা। সে হিসেবে ভরিতে কমেছে প্রায় এক হাজার ২২৪ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪১ হাজার ৬৪০ টাকা। শনিবার থেকে হবে ৩৯ হাজার ১৯১ টাকা। অর্থাৎ কমেছে দুই হাজার ৪৪৯ টাকা। ১৮ ক্যারেটের নতুন দাম দাঁড়াবে ৩২ হাজার ৫৪২ টাকা। বর্তমান দাম ৩৩ হাজার ৭৬৭ টাকা। কমেছে এক হাজার ২২৪ টাকা। এছাড়া, সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি শনিবার থেকে হবে ২১ হাজার ৬৪১ টাকা। বর্তমান দাম ২২ হাজার ৬৮৬ টাকা।
×