ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত মহাসাগরের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ১৯:১৮, ৫ ডিসেম্বর ২০১৫

ভারত মহাসাগরের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক ॥ ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। শুক্রবার আন্তর্জাতিক সময় রাত ১০টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে চারটা) ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল অস্ট্রেলিয়ার পার্থ থেকে ৩১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং হার্ড আইল্যান্ড ও ম্যাকডোনাল্ড আইল্যান্ড থেকে ১০০০ কিলোমিটার দূরে সমুদ্রতলে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি। কোন সুনামি সতর্কতাও জারি করেনি জয়েন্ট অস্ট্রেলিয়ান সুনামি ওয়ার্নিং সেন্টার।
×