ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে রাজাকার পুত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের হ্যান্ডবিল

প্রকাশিত: ২০:২১, ৫ ডিসেম্বর ২০১৫

বরিশালে রাজাকার পুত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের হ্যান্ডবিল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাক সেনাদের দোসর চিহ্নিত রাজাকার পুত্রের অপকর্মের বিচার চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ এলাকায় ব্যাপক হ্যান্ডবিল বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বংকুরা গ্রামের। ওই গ্রামের মৃত হামিদ বেপারীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আকবর আলী বেপারী ও আক্কেল আলী বেপারীসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, একই গ্রামের ১৯৭১ সালের চিহ্নিত রাজাকার হায়দার আলী বেপারীর পুত্র ইমান আলী তার কতিপয় সহযোগীকে নিয়ে দীর্ঘদিন থেকে সরকারি টিউবওয়েল, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড দেয়ার এবং বেকার যুবকদের বিদেশ পাঠানোসহ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে এলাকার নিরিহ জনসাধারনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও অন্যের জমি দখলের নামে ইমান ও তার সহযোগীরা বেপরোয়া চাঁদাবাজি করে আসছে। এসব অপকর্মে অতিষ্ঠ হয়ে অতিসম্প্রতি মুক্তিযোদ্ধা আকবর আলী ও আক্কেল আলী ভূক্তভোগী গ্রামবাসীকে সাথে নিয়ে ইমান আলীকে শ্বাশিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইমান ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে মুক্তিযোদ্ধা দু’সহদরকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আকবর আলী বেপারী বাদি হয়ে বরিশাল অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ইমান আলীসহ তার আট সহযোগীকে আসামি করে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গৌরনদী উপজেলা যুব উন্নয়ন অফিসারকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইমান আলী ও তার সহযোগীরা মুক্তিযোদ্ধাদের কটুক্তি করে দেখে নেয়ার হুমকি প্রদর্শন করে।
×