ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বজরাং দল নামে সক্রিয় ভূমিদস্যু চক্র

প্রকাশিত: ২১:০৯, ৫ ডিসেম্বর ২০১৫

 নীলফামারীতে বজরাং দল নামে সক্রিয় ভূমিদস্যু চক্র

স্টাফ রির্পোটার, নীলফামারী॥ ভূমিদস্যু চক্রের বজরাং বাহিনীর অত্যাচার ও হুমকীর কারনে অসহায় হয়ে পড়েছে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের সাধারন কৃষকরা। ফসলি জমিতে কোন শিল্পকারখানা গড়ে তোলার সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলেও বজরাং বাহিনীকে টাকায় ভাড়া করে ফসলি জমি জোড়পূর্বক দখল করে নিতে শুরু করেছে। এ ঘটনায় ওই এলাকার সাধারন কৃষকরা কিশোরীগঞ্জ থানা,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও র‌্যাব ১৩ ক্যাম্পে লিখিত অভিযোগ করেছে। তারা অভিযোগ করেন ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে বজরাং দলের প্রধান মিজানুর রহমান দুলাল ধরা ছোয়ার বাহিরে থাকছে। তাকে গ্রেফতারের দাবি করা করেছে। আজ শনিবার এলাকার সাধারন কৃষকরা অভিযোগ করে জানায় নর্থ পোল্ট্রি লিমিটেড নামে একটি কোম্পানী খামার করার জন্য চাঁদখানা ইউনিয়নে জমি ক্রয় করবে ৫০ একর। কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান তিনি সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছি।কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন,আমার কাছে লিখিত অভিযোগ এসেছে,আমি বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
×