ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেনাপোলে ২ কোটি টাকার মূর্তি ও চন্দনকাঠ জব্দ

প্রকাশিত: ২২:১৯, ৫ ডিসেম্বর ২০১৫

বেনাপোলে ২ কোটি টাকার মূর্তি ও চন্দনকাঠ জব্দ

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার রাধা-কৃষ্ণ মূর্তি ও চন্দন কাঠসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার সকাল ১১টার দিকে বেনাপোল বাজার ও চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে থেকে এসব পণ্য জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি। অপরদিকে, শুক্রবার গভীররাতে বেনাপোল বাজারে অভিযান চালিয়ে দেড়শ’ কেজি ওজনের লাল চন্দন কাঠ আটক করে। এসময় বিজিবির ধাওয়া খেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। দু’টি অভিযানে জব্দ করা মূর্তি ও পণ্যগুলোর বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন জানান, আটক পণ্য কাস্টমস শাখায় জমা দেওয়া হয়েছে।
×