ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৌর নির্বাচন নেত্রকোনায় বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বেকায়দায় দুই রাজনৈতিক দল

প্রকাশিত: ২৩:২৮, ৫ ডিসেম্বর ২০১৫

পৌর নির্বাচন   নেত্রকোনায় বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বেকায়দায় দুই রাজনৈতিক দল

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনার পাঁচটি পৌরসভার মধ্যে মেয়র পদে তিনটিতে আওয়ামী লীগের এবং একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। ফলে বিদ্রোহী এই প্রার্থীদের নিয়ে বেকায়দায় পড়েছে দল দু’টি। বিদ্রোহী এই প্রার্থীদের কারণে নির্বাচনী হিসাব-নিকাশ অনেকটাই পাল্টে যাচ্ছে। কোন কোন পৌরসভায় বিদ্রোহী প্রার্থীদের জয়ের সম্ভাবনা কম থাকলেও তারা নিজ দলীয় প্রার্থীর জয়ের পথে বড় বাধা দাঁড়াতে পারেন বলে আশঙ্কা করছেন দল সমর্থকরা। বিশেষ করে মদন উপজেলায় আওয়ামী লীগ এবং দুর্গাপুরে বিএনপি দলীয় দুই বিদ্রোহী প্রার্থীকে নিয়ে বেশী চিন্তায় পড়েছেন দল দুটির মনোনীত প্রার্থীরা। কারণ তাদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভোট ব্যাংক।
×