ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পটুয়াখালীতে পারিবারিক নির্যাতন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:৪২, ৫ ডিসেম্বর ২০১৫

পটুয়াখালীতে পারিবারিক নির্যাতন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পারিবারিক নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক আজ শনিবার পটুয়াখালী সরকারি মহিল কলেজ রোডস্থ মল্লিকা পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষা হোক সকলের জন্য নিরাপদ’ প্রতিপাদ্য শীর্ষক এ গোল টেবিল বৈঠকে সঞ্চালক হিসেবে প্রোগ্রাম মোডারেটর ড. সালাহ উদ্দিন, প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার, বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার সাহেব আলী পাঠান। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)’র সহযোগিতায় দিনব্যাপি এ বৈঠকে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ইউএনএফপি’র ফিল্ড অফিসার (জেন্ডার) ফাতিমা সুলতানা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার রহুল আমিন খান, সরকারি মহিলা কলেজের অরপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাফর আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট ওবায়দুল আলম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, পৌরসভার প্যানেল মেয়র সৈয়দা আকলিমুন্নেছা রুবী, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম শহিদুল ইসলাম, পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর সিকদারসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সমাজে সেবক, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
×