ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে ১ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল, ৫৩ প্রার্থী বৈধ ঘোষণা

প্রকাশিত: ০০:০৭, ৫ ডিসেম্বর ২০১৫

বাঁশখালীতে ১ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল, ৫৩ প্রার্থী বৈধ ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী॥ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে আজ শনিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন করেছে নির্বাচন অফিস। সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যাচাই বাছাইয়ের সময় নির্ধারণ ছিল। ৫টার আগেই সকল প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন করেছে। ৫৪ জন প্রার্থীর মধ্যে ৫৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আনিছুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছে নির্বাচন অফিস। তার মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় বাতিল ঘোষনা করেছে বলে উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম জনকন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১৩ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ও ১৪ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন ধার্য্য করা হয়েছে বলেও তিনি জানান। উল্লেখ্য, নির্বাচন অফিস থেকে বাঁশখালী পৌর নির্বাচনে সকল প্রার্থীদেরকে নির্বাচনের বিধি নিষেধ মেনে প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছে। ৩০ ডিসেম্বর পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভার ভোটার সংখ্যা ২৩৭৯৩ জন।
×