ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মালেয়শিয়ায় গ্রেফতার আইএসের একজন বাংলাদেশি---ওই দেশের পুলিশের বিবৃতি

প্রকাশিত: ০২:০৬, ৫ ডিসেম্বর ২০১৫

মালেয়শিয়ায় গ্রেফতার আইএসের একজন বাংলাদেশি---ওই দেশের পুলিশের বিবৃতি

অনলাইন ডেস্ক ॥ মায়লয়শিয়া পুলিশ জানিয়েছে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে এক বাংলাদেশিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে দেশটির পুলিশ বিভাগের প্রধান খালিদ আবুবকর এ তথ্য জানান। সূত্র জানায়, গত ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মালয়েশিয়ার একজন ও চার বিদেশি নাগরিক রয়েছেন। “এদের মধ্যে ৪৪ বছর বয়সী ইউরোপীয়ও রয়েছেন, যিনি পেনাং প্রদেশে অস্থায়ী শিক্ষক হিসেবে কাজ করছিলেন। তার সঙ্গে আল কায়েদার সম্পর্ক আছে।” আফগানিস্তান ও বসনিয়ায় জঙ্গি কার্যক্রমেও তিনি অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ। খালিদ বলেন, “বাকিদের মধ্যে ৩১ বছর বয়সী এক ইন্দোনেশীয় পুরুষ, এক মালয়েশীয় ও এক বাংলাদেশি আইএসের একটি সেলের সঙ্গে জড়িত। বিদেশে জঙ্গি কার্যক্রমে অংশ নিতে স্বেচ্ছাসেবক সংগ্রহের দায়িত্বে ছিলেন এরা। ওই সেলটির নেতা ইন্দোনেশীয় ওই নাগরিক ২০১৪ সাল থেকে ফেইসবুকে আইএস নেতা আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য দেখিয়ে আসছেন বলে জানান তিনি। মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন, “তিনি ও মালয়েশীয়- দুজনে মিলে মালয়েশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়ার অন্যান্য দেশ থেকে সিরিয়াভিত্তিক আইএসের জন্য সদস্য সংগ্রহের কাজ করতেন।”
×