ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে ৭ দিনব্যাপী বিজয় মেলা

প্রকাশিত: ০৩:৫৭, ৬ ডিসেম্বর ২০১৫

টঙ্গীতে ৭ দিনব্যাপী বিজয় মেলা

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী প্রতিবারের মতো এবারও ৭ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে। আগামী ১৬ ডিসেম্বর টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ মেলা শুরু হবে। মেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। মেলায় প্রতিদিন বিষয়ভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন হবে। মেলায় দেশীয় পণ্যের স্টল, নাগরদোলা, মুড়ি-মুরকি ইত্যাদি পনেরো স্টল থাকবে। ১৬ ডিসেম্বর বিজয় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। এছাড়া স্থানীয় ও রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও শিক্ষাবিদগণ উপস্থিত থাকবেন। ৭ দিনব্যাপী বিজয় মেলার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন, জোটভুক্ত সংগঠন স্থানীয় সংগঠন ও জাতীয় সংগঠন বিভিন্ন অনুষ্ঠান নিয়ে অংশগ্রহণ করবেন। উল্লেখযোগ্য সংগঠনগুলো হচ্ছে- বিবর্তন সংস্কৃতিক চর্চা কেন্দ্র, উদীচী শিল্পী গোষ্ঠী, টঙ্গী শাখা, নাট্যভূমি, উন্মুক্ত থিয়েটার, দিগন্ত থিয়েটার, মূলধারা সংস্কৃতিক চর্চা কেন্দ্র, স্রোতধারা সংস্কৃতিক চর্চা কেন্দ্র, কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ, আরণ্যক নাট্যদল, ঢাকা মৌলিক নাট্যদল, নাট্যদ্বীপ, মুক্তিমঞ্চ নাট্যদল, মৈত্রী থিয়েটার ও স্রোত আবৃত্তি সংসদ। প্রসঙ্গত, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সভাপতি এ্যাড. শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাধব আচার্যের পরিচালনায় কার্যনির্বাহী এক সভায় মেলা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। জহিরুল আলম বাধনকে আহ্বায়ক ও শাহজাহান শোভনকে যুগ্ম-আহ্বায়ক করে বিজয় মেলা ২০১৫ ইং বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়। পরিষদের অন্য নেতৃবৃন্দরা হলেন, এ্যাড. শওকত আলী, শেকানুল ইসলাম শাহী, মাধব আচার্য, এমএ মালেক, প্রদীপ অধিকারী, নাজিম আহম্মেদ, নিজম উদ্দিন, সৈয়দ আতিক, কাউসার কবির, শহীদুলাহ স্বপন, তামান্না ইসলাম, জেবুন্নেছা চুমকী, আজিজ টিপু, মীর মঈনুল ইসলাম শিপলু, উজ্জ্বল লস্কর, মনিরুল ইসলাম রাজিব, কামরুল ইসলাম সরকার আদিল, শিফাতআরা ভূঁইয়া বন্যা, রিয়াজ উদ্দিন রাজ, শাহনাজ অনু, মশিউর রহমান, রবিউল হাসান পিরু, এস এম আতিকুল ইসলাম প্রমুখ।
×