ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মার্জিন ঋণধারীদের তালিকা চাইল নর্দার্ন জুটস

প্রকাশিত: ০৫:০৫, ৬ ডিসেম্বর ২০১৫

মার্জিন ঋণধারীদের তালিকা চাইল নর্দার্ন জুটস

ব্রোকারেজ হাউসগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি নর্দার্ন জুট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, নর্দার্ন জুট ব্রোকারেজ হাউসগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, বিও হিসাবের তথ্য, ইটিএন এবং শেয়ারহোল্ডিং পজিশন নম্বর চেয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোকে লভ্যাংশ পাওয়ার জন্য বেনিফিসিয়ারি নাম (ডিপি) ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে। আর যে সকল বিনিয়োগকারীরা নগদ লভ্যাংশের যোগ্য অর্থাৎ রেকর্ড ডেটের দিন যাদের হাতে শেয়ার থাকবে শুধু তাদের তালিকা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পাঠাতে অনুরোধ করেছে কোম্পানিটি। জানা যায়, বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে নর্দার্ন জুট। -অর্থনৈতিক রিপোর্টার সিএসইর জরুরী বৈঠক আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালি উল মারুফ মতিনের পদত্যাগ বিষয়ে আজ রবিবার সিদ্ধান্ত নেবে সংস্থাটির পরিচালনা পর্ষদ। এর আগে গত বৃহস্পতিবারে এ সংক্রান্ত জরুরী বৈঠকের আহ্বান করেছিল সিএসইর পরিচালনা পর্ষদ এবং অনিবার্য কারণবশত পরে তা স্থগিত করে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, গত ৩০ নবেম্বর সিএসইর এমডি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. আবদুল মাজিদ বরাবর পদত্যাগপত্র দাখিল করেন। গত বৃহস্পতিবারের স্থগিত হওয়া বৈঠকে এ পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×