ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের ৬ পৌরসভায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী নেই

প্রকাশিত: ০৫:২০, ৬ ডিসেম্বর ২০১৫

সিরাজগঞ্জের ৬  পৌরসভায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী নেই

বাবু ইসলাম, সিরাজগঞ্জ ॥ জেলার ৬টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ একক প্রার্থী নির্বাচন করেছেন। কোন বিদ্রোহী প্রার্থী নেই। দলের হাইকমান্ডের কড়া নির্দেশনায় মনোনয়ন বঞ্চিত নেতারা দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে একক প্রার্থীর পক্ষে প্রচারে মাঠে নেমেছেন। মনে সামান্য কষ্ট থাকলেও তা রাজনৈতিক মালিশ দিয়ে ব্যথা দূর করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবে বিএনপির জয়নাল আবেদীনসহ আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত মাঝারি পর্যায়ের দু’একজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত ভোটযুদ্ধে তারা অবতীর্ণ হবেন কি-না তা মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত ১৩ ডিসেম্বরের পরই পরিষ্কার হযে যাবে। এবারের পৌর নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাসদ, ইসলামী ঐক্যজোট আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনডিপির ২৮ মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সদরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তা, স্বতন্ত্র প্রার্থী শামসুজ্জামান আলো, বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোকাদ্দেস আলী, স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র টিআরএম নূর-ই-আলম হেলাল, বাসদ মনোনীত প্রার্থী জেলা বাসদের সমন্বয়ক নব কুমার কর্মকার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মির্জা ফারুক আহমেদ, জাসদ (ইনু) মনোনীত নাজমুল ইসলাম মুকুল, এলডিপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম। কাজীপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজীপুর উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী নিজাম উদ্দিন, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি সহসভাপতি মাসুদ রায়হান ও বিএনপি থেকে সদ্য পদত্যাগী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আব্দুস সালাম। রায়গঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল পাঠান, বিএনপি মনোনীত প্রার্থী রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর সাঈদ সরকার, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোশারফ হোসেন আকন্দ ও রফিকুল ইসলাম। উল্লাপাড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ফয়সাল কাদের রুমী ও বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র বেলাল হোসেন। শাহজাদপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক পৌর মেয়র হালিমুল হক মীরু, স্বতন্ত্র প্রার্থী ভিপি আব্দুর রহিম, বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোঃ নজরুল ইসলাম, বিএনপি বিদ্রোহী প্রার্থী মোঃ জয়নাল আবেদীন, জাতীয় পার্টি মনোনীত রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ নূরুল হক। বেলকুচিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সহধর্মিণী আশানূর বিশ্বাস, বিএনপি মনোনীত প্রার্থী বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভুইয়া, ইসলামী ঐক্যজোট আন্দোলন মনোনীত প্রার্থী রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক।
×