ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশের অর্থনীতির ॥ টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪৯, ৬ ডিসেম্বর ২০১৫

দেশের অর্থনীতির ॥ টুকরো খবর

কাঁচাপাট রফতানি বন্ধ পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০-এর সঠিক বাস্তবায়নের জন্য পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা অনুযায়ী সব ধরনের কাঁচাপাট রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর আগে গত ৩ নবেম্বর এ পণ্য রফতানির ওপর একমাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ছয়টি পণ্যের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিত করতেই সরকারের এ উদ্যোগ। সংরক্ষিত মূলধন বৃদ্ধি সামগ্রিক ব্যাংকিং খাতের সংরক্ষিত মূলধনের পরিমাণ ৬ দশমিক ৫৮ শতাংশ বা ৪ হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে সংরক্ষিত মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭২ হাজার ৭২০ কোটি ৪ লাখ টাকা। জুন প্রান্তিকে ছিল ৬৮ হাজার ২৩০ কোটি ৬০ লাখ টাকা। উল্লেখ্য, মূলধন রাখার বাধ্যবাধকতা রয়েছে ৭০ হাজার ৪শ’ কোটি টাকা। রাজস্ব ফাঁকি বন্ড সুবিধার অপব্যবহার করে প্রতিবছর প্রায় ৫৮ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়া হয় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। রফতানিকারকদের দেয়া বন্ডেড ওয়্যারহাউস সুবিধার বড় অংশই অপব্যবহার করে আমদানিকৃত কাঁচামাল স্থানীয় বাজারে বিক্রি করা হয় এবং এই অপব্যবহারের মধ্য দিয়ে বিপুল রাজস্ব ফাঁকি দিচ্ছেন ব্যবসায়ীরা। এ ফাঁকি ঠেকাতে উদ্যোগ নিয়েছে এনবিআর।
×