ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৫৮, ৬ ডিসেম্বর ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৬. কোনটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে? ক) অর্থায়নের নীতিমালা খ) উৎপাদান প্রক্রিয়া গ) অর্থায়নের প্রক্রিয়া ঘ) অভ্যন্তরীণ মুনাফা ১৭. ব্যাংক থেকে ভোগ্যপন্য কেনার জনযে ঋণ নেওয়া হয় তাকে বলে- ক) উদ্যোক্তা ঋণ খ) কৃষি ঋণ গ) ভোক্তা ঋণ ঘ) ক্ষুদ্র ঋণ ১৮. ব্যাংক ও তার গ্রাহকের মধ্যকার সম্পর্ক মূলত- র. ডেটর-ক্রেডিটর সম্পর্ক রর. চুক্তিবদ্ধ সম্পর্ক ররর. সামাজিকতার সম্পর্ক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৯. প্রতিটি পণ্যের ভবিষ্যৎ বিক্রয়মূল্য এবং কতগুলো পণ্য বিক্রি হবে তা পূর্বানুমান করে কী পাওয়া যায়? ক) আন্তঃবহি প্রবাহ খ) আন্তঃনগত প্রবাহ গ) ক্রয়মূল্য ঘ) উৎপাদন খরচ ২০. ভোক্তা ঋণের বৈশিষ্ট্যগুলো হলো- র. বড় অঙ্কের অর্থ বর্তমানে প্রহণ রর. ভবিষ্যতে সমান অঙ্কের কিস্তি প্রদান ররর. শুধুমাত্র বার্ষিক হার ঋণ পরিশোধ্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২১. যৌথমূলধনি কোম্পানির তহবিল সংগ্রহের উৎস কী? ক) শেয়ার বিক্রয় খ) বন্ড বিক্রয় গ) ডিবেঞ্চার বিক্রয় ঘ) সম্পত্তি বিক্রয় ২২. বিক্রয় অনুমানের মতো কোন ধরনের খরচ অনুমান সাবধানতা অবলম্বন করতে হয়? ক) চলতি ও স্থায়ী খরচ খ) ক্রেতার সংখ্যা গ) বিক্রেতার সংখ্যা ঘ) সবকটি ২৩. যে ব্যাংক সরকারের বিশেষ আইনবলে ও সংবিধানের বিশেষ অধ্যাদেশের মাধ্যমে গঠিত হয় এবং যা স্বনিয়ন্ত্রণ ব্যবস্থায় স্বাধীনভাবে নিয়ন্ত্রিত হয় তাকে কী বলে? ক) কৃষি ব্যাংক খ) সরকারি ব্যাংক গ) স্বায়ত্তশাসিত ব্যাংক ঘ) বেসরকারি ব্যাংক ২৪. মি. রায়হান নতুন ব্যবসায় স্থাপন করেছেন। তিনি দৈনন্দিন পরিচালনার জন্যে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারেন? ক) স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ খ) বিমা প্রতিষ্ঠান গ) লিজিং ঘ) নিজস্ব তহবিল ২৫. ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কিত প্রযোজ্য উক্তি হলো- র. বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করা অনিশ্চয়তা কমানো সম্ভব রর. ঝুঁকি পরিমাপযোগ্য বলে ব্যবসায় প্রতিষ্ঠান একে কমানোর পদক্ষেপ গ্রহণ করতে পারে ররর. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাই ঝুঁকি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৬. সরকারকে অর্থ ব্যয় করতে হয়- র রাস্তাঘাট নির্মাণে রর সরকারি প্রতিষ্ঠানে ররর বেসরকারি প্রতিষ্ঠানে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৭. বাজারে সুদের হার বাড়লে বন্ডের দাম কীরূপ হয়? ক) বাড়ে খ) কমে গ) সমান থাকে ঘ) কোনোটি নয় ২৮. রাসেল ৩ বছর পর মি. জামালকে ঋণ পরিশোধ করার জণ্যে ৫০,০০০ টাকা প্রদান করবেন। বার্ষিক ৫% চক্রবৃদ্ধি সুদ বিবেচনা করে বর্তমানে যদি রাসেল ঋণ পরিশোধ করতে চায় তাহলে কত টাকা পরিশোধ করবে? ক) ৪০,০০৬ টাকা খ) ৪০,০৯৫ টাকা গ) ৪৩,১৯২ টাকা ঘ) ৫৬,৭৮০ টাকা সঠিক উত্তর: ১৬. (ক) ১৭. (গ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (ক) ২১. (ক) ২২. (ক) ২৩. (গ) ২৪. (ক) ২৫. (ঘ) ২৬. (ক) ২৭. (খ) ২৮. (গ)
×