ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লক মার্কেটে ৬২ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৬:৫৭, ৬ ডিসেম্বর ২০১৫

ব্লক মার্কেটে ৬২ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। যার মোট বাজার দর ৬২ কোটি ৪০ লাখ ৬৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়। সূত্র মতে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন হওয়া ১৪ কোম্পানির মধ্যে রয়েছে- বাটা সু, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সিটি ব্যাংক, ম্যারিকো, ন্যাশনাল লাইফ, মোজাফফর হোসেন স্পিনিং, বার্জার পেইন্টস, বেক্সিমেকো ফার্মা, এমারেল্ড অয়েল, সাউথ ইস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক এবং স্কয়ার ফার্মা। আলোচিত সময়ে এসব কোম্পানির ৬৭ লাখ ৩৬ হাজার ৮০১টি শেয়ার ৩৮ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ৬২ কোটি ৪০ লাখ ৬৩ হাজার টাকা। গত সপ্তাহে ব্লক মার্কেটে বাটা সুয়ের ৭৪ হাজার ৫৭৫টি শেয়ার ৬ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৯ কোটি ৮৪ লাখ ৩৯ হাজার টাকা। ব্র্যাক ব্যাংকের ৩৬ লাখ ৩১ হাজার ২০৩ শেয়ার ১২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১৭ কোটি ৪৩ লাখ ৫৭ টাকা। অলিম্পিকের ১ লাখ ৮৬ হাজার ১ শত শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৪ কোটি ৬৬ লাখ ৬১ হাজার টাকা। ব্রিটিশ আমেরিকান টোবাকোর ১৯ হাজার ১০৬টি শেয়ার ৪ বার লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ৫ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকা। সিটি ব্যাংকের ২ লাখ ৪০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ৪৮ লাখ ৯৬ হাজার টাকা। ম্যারিকোর ৩৬ হাজার ৪৫৮টি শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৯৩ হাজার টাকা। ন্যাশনাল লাইফের ৫০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১ কোটি টাকা। মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৫৭ হাজার ৬৫০টি শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১৬ লাখ ৩১ হাজার টাকা। বার্জার পেইন্টসের ৮ হাজার ৭২৫টি শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১ কোটি ৬৫ লাখ ৭৮ হাজার টাকা। বেক্সিমকো ফার্মার ১০ লাখ শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৭ কোটি ৭০ টাকা। এমারেল্ড অয়েলের ২ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১ কোটি ১০ লাখ টাকা। সাউথ ইস্ট ব্যাংকের ৪ লাখ ৮৫ হাজার শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৮৪ লাখ ১১ হাজার টাকা। ইসলামী ব্যাংকের ৫ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। এবং স্কয়ার ফার্মার ২ লাখ ৫৭ হাজার ৯৮৪টি শেয়ার ৩ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৬ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার টাকা।
×