ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:৫০, ৬ ডিসেম্বর ২০১৫

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এক বৈঠক শনিবার সন্ধ্যায় ধানম-িতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। খবর বাসস’র। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন, বৈঠকে ট্রাস্টের বিভিন্ন কর্মকা- পর্যালোচনা এবং বিভিন্ন প্রকল্প দ্রুততার সঙ্গে এগিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ট্রাস্টের সদস্যরা বৈঠকে অংশগ্রহণ করেন। এর আগে, সদস্যরা জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের ‘আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড’ লাভ করায় প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক অভিনন্দন জানান। তারা জলবায়ু পরিবর্তন ইস্যু মোকাবেলায় অসামান্য অবদান রাখার জন্য ওয়াশিংটন ভিত্তিক নামকরা সাময়িকী ‘ফরেন পলিসি’ ১৩ জন শীর্ষ বৈশ্বিক চিন্তাবিদদের মধ্যে মনোনীত করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
×