ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

থ্রি প্লাস ফাইভের বৈঠকে এবারও জিএসপি দাবি করবে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৫, ৬ ডিসেম্বর ২০১৫

থ্রি প্লাস ফাইভের বৈঠকে এবারও জিএসপি দাবি করবে বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ থ্রি প্লাস ফাইভের বৈঠকে এবারও জিএসপি সুবিধা পুনর্বহালের দাবি করবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের দেয়া এ্যাকশন প্লানের ১৬ শর্ত ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকার ও মালিকপক্ষের প্রচেষ্টায় গার্মেন্টস কারখানাগুলোতে নিরাপদ কর্মপরিবেশ তৈরি ও শ্রম অধিকার রক্ষা করা হয়েছে। আর তাই জিএসপি সুবিধা ফিরে পাওয়ার অধিকার রাখে বাংলাদেশ। জানা গেছে, জিএসপি সুবিধা ফিরে পেতে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রদত্ত এ্যাকশন প্লান বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় গঠিত থ্রি প্লাস ফাইভ কমিটির বৈঠক আগামী মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। বৈঠকে দেশের তৈরি পোশাক খাতের সার্বিক উন্নয়নে এ পর্যন্ত কী করা হয়েছে তা নিয়ে আলোচনা করা হবে। এদিকে, থ্রি প্লাস ফাইভের সভায় যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কানাডা ও স্পেন এবং বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নিয়ে থাকেন। সাধারণত সভায় পাঁচ দেশের রাষ্ট্রদূত ও তিন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন।
×