ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতির কাছে দেয়া সব ওয়াদা পূরণ করা হবে ॥ ও.কাদের

প্রকাশিত: ০৭:৫৬, ৬ ডিসেম্বর ২০১৫

জাতির কাছে দেয়া সব ওয়াদা পূরণ করা হবে ॥ ও.কাদের

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি কঠিন চ্যালেঞ্জকে আমরা জয় করে পদ্মা সেতুর মূল কাজের আনুষ্ঠানিকতা ঘোষণা করতে যাচ্ছি। জাতির কাছে আমাদের যেসব ওয়াদা আছে, তা আমরা পর্যায়ক্রমে পূরণ করব। বিজয় দিবসের মাত্র তিনদিন আগে আগামী ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু মূল কাজের উদ্বোধন করবেন। এর পাশাপাশি জাজিরা পয়েন্টে নদী শাসনের কাজের উদ্বোধন করবেন। ইতোমধ্যে সংযোগ সড়কের কাজ অনেকটা হয়ে গেছে। আগামী ১০ তারিখের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবে। শনিবার দুপুর দেড়টায় পদ্মা সেতু সার্ভিস এরিয়া ১-এ সাংবাদিকদের এসব কথা জানান সেতুমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সুকুমার রঞ্জন ঘোষ এমপি, পদ্মা সেতু প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলামসহ সেতু বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। পাইলিংয়ের জন্য আরও চারটি ফ্লোটিং ক্রেন নিয়ে আসছে সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কর্তৃপক্ষ। চট্টগ্রাম গভীর সমুদ্র বন্দর থেকে এগুলো মাওয়ার পথে রওনা হয়েছে। ইতোমধ্যে মাওয়া ও জাজিরা এলাকায় প্রায় এক শ’ ক্রেন জড়ো করা হয়েছে পাইলিং কাজের জন্য।
×