ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দু’জনকে পিটিয়ে আহত

প্রকাশিত: ০৮:১১, ৬ ডিসেম্বর ২০১৫

রাজধানীতে তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দু’জনকে পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাজারীবাগে তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটদের পিটুনিতে এক বৃদ্ধসহ ২জন আহত হয়েছেন। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মনির হোসেন (৭০) ও তার ছেলে বাদল (৪০)। পুলিশ ঘটনার হোতা জুলহাসসহ দু’জনকে আটক করেছে। হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান জনকণ্ঠকে জানান, কয়েকদিন ধরে হাজারীবাগ থানাধীন ১৪৭/বি রায়েরবাজার নিমতলীতে ১৬ বছরের এক তরুণীকে স্থানীয় জুলহাস ওরফে টুটুল নামে এক যুবক উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে সে সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার বিকেলে জুলহাসের সঙ্গে বাড়িওয়ালা মনির হোসেনের আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুলহাসের নেতৃত্বে সুজন, গাফ্ফারসহ ৮/১০ সন্ত্রাসী মনির হোসেনের বাড়িতে হামলায় চালায়। এতে মনির হোসেন ও তার ছেলে বাদল আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপতালে ভর্তি করা হয়। হাজারীবাগ থানার ওসি জানান, ঘটনার পর পরই জুলহাসসহ দু’জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। অভিযোগ পেলে আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হবে।
×