ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভরত ৪৮১ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে

প্রকাশিত: ১৮:৪৫, ৬ ডিসেম্বর ২০১৫

ভরত ৪৮১ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে

অনলাইন ডেস্ক॥ দিল্লী টেস্টে চতুর্থ দিনের লাঞ্চ বিরতির কিছুটা আগে দক্ষিণ আফ্রিকাকে ৪৮১ রানের টার্গেট দিয়েছে ভারত। গতকালের ৪ উইকেটে ১৯০ রান নিয়ে খেলতে নামে ভারত। আজ তারা দ্রুত গতিতে রান সংগ্রত করতে থাকে। কোহলি ৮৮ রানে আউট হয়ে গেলেও রাহানে সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি একমাত্র ব্যাসম্যান যিনি এই টেস্ট সিরিজের শেষ টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন। এর আগে কোন ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পায়নি। ভারত ৫ উইকেটে ২৬৭ রানে ইনিংস ঘোষনা করে। এই সয় রাহানে ১০০ ও ঋদিমান সাহা ২৩ রানে অপরাজিত ছিলেন। আজকের কোহলির উইকেটটি পেয়েছেন এ্যাবট। ভারত প্রথম ইনিংসে ৩৩৪ ও দক্ষিণ আফ্রিকা ১২১ রান করে। এখন দক্ষিণ আফ্রিকা ৪৮১ রানের তাড়া করতে ব্যাটিং এ নামবে । আজ দিনের এখনও প্রায় ৭০ ওভার খেলা বাকি এবং আগামীকাল কাল ৯০ ওভার খেলা হবে।
×