ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪শ কোটি টাকার বন্ড ছাড়বে এক্সিম ব্যাংক

প্রকাশিত: ১৮:৪৭, ৬ ডিসেম্বর ২০১৫

৪শ কোটি টাকার বন্ড ছাড়বে এক্সিম ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ৪০০ কোটি টাকার মুদারারাব সাবঅর্ডিনেট বন্ড ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক। ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। টায়ার-২ মূলধনের শর্ত পূরণে ৭ বছর মেয়াদি এ বন্ড ইস্যু করবে ব্যাংকটি। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করে অর্থ সংগ্রহ করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৪১২ কোটি ২৫ লাখ টাকা। ২০০৪ সালে এক্সিম ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
×