ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফেনী পাক হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ২০:১৬, ৬ ডিসেম্বর ২০১৫

ফেনী পাক হানাদার মুক্ত দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ আজ ফেনী পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক র‌্যালী নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে আনলাচনা সভা অনুষ্ঠিত হয়। ৭১ এই দিনে মুক্তিযোদ্ধাদের ত্রিমুখী হামলায় পাক হানাদার বাহিনী ফেনী ছেড়ে পালিয়ে যায়। হানাদার বাহিনীর একটি বহর সড়ক পথে নোয়াখালীর সোনাইমুড়ী হয়ে কুমিল্লা সেনানিবাসের দিকে অপর গ্রুপ শুভপুর ব্রীজ হয়ে চট্রগ্রাম সেনানিবাসের দিকে চলে যায়। তৎকালীন ১০ ইষ্ট বেঙ্গলের অধিনায়ক লে: কর্নেল জাফর ইমামের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ভোররাতে ফেনী প্রবেশ করে । ৬ ডিসেম্বর ভোরে ফেনীর আকাশে লাল সবুজের পতাকা ওড়ে।
×