ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে বিবিএস

প্রকাশিত: ২২:১৩, ৬ ডিসেম্বর ২০১৫

উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে বিবিএস

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (বিবিএস) বার্ষিক উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে। এখন থেকে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বছরে ৫ হাজার ৮৭৫ মেট্রিক টন বাড়বে। উৎপাদন ক্ষমতা বাড়ার বিষয়টি চলতি ডিসেম্বর মাস থেকে কার্যকর হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় উৎপাদন বাড়ার বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যাক্টরির ভারসাম্য, সম্প্রসারণ, সংস্কার ও আধুনিকায়ন (বিএমআরই) বাড়ার ফলেই এ উৎপাদন ক্ষমতা বেড়েছে। এখন কোম্পানিটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ২৩ হাজার ৫০০ মেট্রিক টন থেকে ২৯ হাজার ৩৭৫ মেট্রিক টনে উন্নীত হবে। এদিন কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ৩৯ টাকা ৬০ পয়সা দরে। প্রসঙ্গত, ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×