ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন একটি প্রকল্পে বিনিয়োগ করবে কেডিএস

প্রকাশিত: ২২:১৮, ৬ ডিসেম্বর ২০১৫

নতুন একটি প্রকল্পে বিনিয়োগ করবে কেডিএস

অর্থনৈতিক রিপোর্টার ॥ কার্টুন উৎপাদন ক্ষমতা বাড়াতে ‘প্যাকেজিং ইউনিট-৩’ নামে একটি প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রে আরও জানা গেছে, আইপিও প্রসপেক্টাস অনুযায়ী ‘প্যাকেজিং ইউনিট-৩’ প্রকল্পে বিনিয়োগ করবে কেডিএস এক্সেসরিজ। এই নতুন প্রকল্পের জন্য ১৬ লাখ ডলার ব্যয়ে মূলধনী যন্ত্রপাতি আমদানির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এই প্রকল্পের সম্পূর্ণ ব্যয় নির্দিষ্ট এলসির সাহায্যে আইপিও ফান্ড থেকে করা হবে। ‘প্যাকেজিং ইউনিট-৩’ প্রকল্পের বাস্তবায়ন হলে প্রতিবছর কোম্পানির ৯৩ লাখ ৬০ হাজার অতিরিক্ত কার্টুন উৎপাদন ক্ষমতা বাড়বে। প্রসঙ্গত, ২০১৫ সালে কেডিএস এক্সেসরিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×