ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: ০০:০১, ৬ ডিসেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের গজারিয়ার ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ উঠেছে। রবিবার সকালে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে কর্যের টাকা দেওয়া নেওয়াকে কেন্দ্র করে ছোট ভাই মকবুল হোসেনের হাতে খুন হন বড় ভাই বিল্লাল হোসেন (৫০)। এ সময় বিল্লালের স্ত্রী হোসনে আরা (৪০) আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল ও মকবুল আপন ভাই হলেও তাদের বাবা ভিন্ন। তাদের মায়ের দুই বিয়ে। মকবুল তার মায়ের পরের ঘরের সন্তান। কিন্তু দুই ভাই পরিবার পরিজন নিয়ে একই সাথে বসবাস করছিল। বিল্লাল তার সৎ বাবার নিকট থেকে ৫ হাজার টাকা ধার নিয়েছিল। রবিবার সকালে মকবুল বিল্লালের সেই টাকা ফেরত চায়। এ নিয়ে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিল-ঘুষির ঘটনাও ঘটে। এতে বিল্লাল ও তার স্ত্রী হোসনে আরা আঘাত প্রাপ্ত হন। বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যানের কাছে সালিশ দিতে গেলে চেয়ারম্যান আগে তাদের চিকিৎসা নিতে বলেন। স্বামী স্ত্রী গজারিয়া স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে হোসনে আরার চিকিৎসা দেন। এ সময় বিল্লাল অসুস্থ বোধ করে মাটিতে পরে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এবং সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার ওসি মো. হেদায়েত-উল-ইসলাম ভুইয়া জানান, এটাকে এখনই খুন বলা যাবে না। বিল্লালের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। বিল্লাল স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর ডাক্তার তার পেশার ও পালস দেখে। তখন তার সবই ঠিক ছিল। পরে চিকিৎসা শেষে উঠে দাঁড়ায়। তখন সে পড়ে যায়। এবং সেখানেই তিনি মারা যান। তবে তার স্ত্রী হোসেনা আরার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখনও থানায় কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনার পর থেকে মকবুল পলাতক রয়েছে।
×