ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শপথ নিলেন সায়রা মহসীন

প্রকাশিত: ০০:৫৪, ৬ ডিসেম্বর ২০১৫

শপথ নিলেন সায়রা মহসীন

অনলাইন রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) প্রয়াত স্বামীর আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন সৈয়দা সায়রা মহসীন। রবিবার বিকেলে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে শপথ নেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সৈয়দা সায়রা মহসীন মৌলভীবাজার-৩ আসনের প্রয়াত এমপি ও সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী। তার মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন। উপ-নির্বাচনে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুল। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মোঃ আতিউর রহমান আতিক, মোঃ শহীদুজ্জামান সরকার, মোঃ শাহাব উদ্দিন এবং মোঃ আব্দুস শহীদ এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
×