ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে- শোয়েব মালিক

প্রকাশিত: ০০:৫৬, ৬ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে- শোয়েব মালিক

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশে খেলাটা দারুণ উপভোগ করেন শোয়েব মালিক। তাই সুযোগ পেলেই বাংলাদেশে এসে খেলার চেষ্টা করেন বলে জানিয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন মালিক। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করেই কুমিল্লার হয়ে খেলতে বাংলাদেশে আসেন তিনি। প্রথম ম্যাচে ভালো করতে পারেননি মালিক। তবে দলের জয়ে বড় অবদান রাখেন পরের ম্যাচেই। চিটাগং ভাইকিংসের বিপক্ষে খেলেন অপরাজিত ৩৪ রানের চমৎকার এক ইনিংস। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলা শোয়েব মালিকের জন্য নতুন নয়। ২০০১ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেন আবাহনীর হয়ে। ২০১২ সালে খেলেন মোহামেডানে; পরের বছর খেলেন ভিক্টোরিয়ায়। রোববার মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে সাংবাদিকদের মালিক জানান, বাংলাদেশে থাকাটা উপভোগ করেন তিনি। বাংলাদেশে খেলা সব সময়ই আনন্দের। বিপিএলে এখন পর্যন্ত অভিজ্ঞতা দারুণ। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। আমি সুযোগ পেলে বা আমার আন্তর্জাতিক ম্যাচ না থাকলে বাংলাদেশে এসে খেলার চেষ্টা করি।
×