ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে

প্রকাশিত: ০১:৪২, ৬ ডিসেম্বর ২০১৫

দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে

স্টাফ রিপোর্টার॥ আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার। সংবিধান নাগরিকের মৌলিক অধিকারকে কে সুরক্ষা দিয়েছে। তাই মানবাধিকার লঙ্ঘনকারী যেই হোক, সরকার কঠোর হাতে তাদের দমন করবে।দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে রবিবার সকালে সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশনের দু’দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী আলোচনায় এসব কথা বলেন তিনি। নির্দিষ্ট সময় পর পর দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার (ইউপিআর) একটি খসড়া প্রতিবেদন তৈরি করে জাতীয় মানবাধিকার কমিশন। দ্বিতীয় পর্যায়ের ‘ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ- ইউপিআর’ প্রণয়ন উপলক্ষে দু’দিনব্যাপী সেমিনারের আয়োজন করেছে জাতীয় এ সংস্থাটি।
×