ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আহত তিন, হামলাকারী গ্রেফতার

লন্ডনে পাতাল রেলস্টেশনে সন্ত্রাসী হামলা, তদন্ত শুরু

প্রকাশিত: ০৬:৪১, ৭ ডিসেম্বর ২০১৫

লন্ডনে পাতাল রেলস্টেশনে সন্ত্রাসী হামলা, তদন্ত শুরু

পূর্ব লন্ডনের এক টিউব স্টেশনে শনিবার অজ্ঞাত এক ব্যক্তির ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে। আহতদের একজনের অবস্থা প্রাণঘাতী না হলেও গুরুতর এবং অপর দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ হামলাকে সন্ত্রাসী কাজ বলে দাবি করে ঘটনার তদন্ত শুরু করেছে। খবর এএফপি, বিবিসি ও ইয়াহু নিউজের। সেন্ট্রাল লন্ডন থেকে ১০ কিলোমিটার দূরে লেইটনস্টোন পাতাল রেলস্টেশনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর ঘটনাটি ঘটে। হামলাকারী একজনই ছিল এবং হামলা চালানোর সময় সে ‘এটি সিরিয়ার জন্য’ বলে চিৎকার করতে থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ভিডিওতে ঘটনার পর রক্তাক্ত অবস্থায় এক আহতকে পড়ে থাকতে দেখা যায়। আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটে যেতে দেখা যায় অন্য যাত্রীদের। টুইটারে পোস্ট করার ফুটেজে স্টেশনের টিকেট কাউন্টারের সমানে জমাট বাঁধা রক্ত ও সন্দেহভাজন হামলাকারীকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা গেছে। পুলিশ এরপর তাকে স্টেনগান দিয়ে আঘাত করে তাদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, হামলকারী তখনও অন্যদের ক্রমাগত ছুরি দেখিয়ে হুমকি দিচ্ছিল। লন্ডন মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস দমন কমান্ডের প্রধান রিচার্ড ওয়ালটন বলেছেন, আমরা এই হামলাকে সন্ত্রাসী কর্মকা- হিসেবে দেখছি। আমি জনসাধারণকে শান্ত কিন্তু সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোন সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। এদিকে এ ঘটনার পর পূর্ব লন্ডনের সেন্ট্রাল লাইনের বেশিরভাগ এলাকা বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া লেইটনস্টোন স্টেশনটি বন্ধ রাখা হয়েছে। প্যারিসে হামলার পর সিরিয়ায় জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা শুরু করেছে ব্রিটেন। এর ফলে ব্রিটেনে আইএস হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হয়। শনিবারই সিরিয়ায় আইএস ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে ব্রিটিশ বিমানবাহিনী। তার পরই এই হামলার ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে পশ্চিমা হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন হামলাকারী। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নারী মুখপাত্র বলেছেন, লন্ডনে হামলার ঘটনার পুলিশের তদন্ত চলছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। লেবার পার্টির নেতা জেরেমি করবিন টুইটারে লিখেছেন, লেটনস্টোন ছুরিকাঘাতের ঘটনা খুবই বেদনাদায়ক। এই হামলায় আহত ও তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। লিবারেল ডেমোক্র্যাট নেতা টিম ফ্যারন টুইটারে লিখেছেন, এই হামলা পুরোপুরি শয়তানের কাজ।
×