ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বীমা খাতের ৯৩.৪৮ শতাংশ কোম্পানির দরবৃদ্ধি

প্রকাশিত: ০৬:৪৫, ৭ ডিসেম্বর ২০১৫

বীমা খাতের ৯৩.৪৮ শতাংশ কোম্পানির দরবৃদ্ধি

অর্থনৈতিক রিপোর্টার ॥ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধমুখী ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বীমা খাতে প্রায় ৯৩ দশমিক ৪৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে বীমা খাতের ৪৬টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ৪৩টি কোম্পানির দর বেড়েছে, ২টির দর কমেছে এবং ১টির দর অপরিবর্তিত রয়েছে। রবিবার বীমা খাতের ৬টি কোম্পানি দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। এই খাতের গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি দরবৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ১ টাকা ৩ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৪ টাকা ৫০ পয়সা দরে। এদিন কোম্পানির ৫ লাখ ৯৯ হাজার ৫২৪টি শেয়ার ৩৪৫ বার লেনদেন হয়। ফেডারেল ইন্স্যুরেন্স ১ টাকা বা ৯ দশমিক ৮০ শতাংশ দর বেড়ে এই তালিকার চতুর্থ স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানির ৭ লাখ ৫২ হাজার ৬৭টি শেয়ার ৪৬২ বারে লেনদেন হয়। রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৭৬ শতাংশ। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি দরবৃদ্ধির অষ্টম স্থানে রয়েছে। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৫৪ শতাংশ। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দরবৃদ্ধির তালিকায় নবম স্থানে রয়েছে। এদিন শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ০৬ শতাংশ। দরবৃদ্ধির দশম স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা বা ৮ দশমিক ৯৩ শতাংশ।
×