ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

ফ্ল্যাট কিনতে ঋণ পাবেন প্রবাসীরা

প্রকাশিত: ০৬:৪৭, ৭ ডিসেম্বর ২০১৫

ফ্ল্যাট কিনতে ঋণ পাবেন প্রবাসীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা বাড়ি তৈরীতে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। বাংলাদেশে বাড়ি বানাতে মোট খরচের ৫০ শতাংশ পর্যন্ত ব্যাংক থেকে এ ঋণ নেওয়া যাবে। রবিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। যা বৈদেশিক মুদ্রার লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, বাড়ী বানানোর ক্ষেত্রে প্রবাসীরা ৫০ শতাংশ মূলধনের যোগান নিজেদের প্রেরিত রেমিট্যান্স অথবা তাদের বৈদেশিক উৎসে খোলা সঞ্চয়ী হিসাব থেকে দিতে পারবে। ঋণের গ্যারান্টি হিসেবে প্রবাসীর সঞ্চয়ী হিসাব, জমির দলিলপত্র বা তৃতীয়পক্ষের গ্যারান্টি জমা দিতে হবে। ঋণের কিস্তি নির্ধারণের ক্ষেত্রে প্রেরিত রেমিট্যান্স এবং বাড়ি ভাড়ার বিষয়টি বিবেচনা করতে হবে। এছাড়া অন্যকোন আয়ের উৎস থাকলেও সেটি বিবেচনা করবে ঋণদাতা ব্যাংক। এছাড়া ঋণের প্রদানের ক্ষেত্রে স্বাভাবিক সকল নিয়মকানুন যথাযথভাবে পরিপালন করতে হবে। এই সার্কুলার পাওয়ার পর প্রবাসীদের এ খাতে ঋণ দিতে একটি গাইডলাইন্স তৈরি করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকের অলস টাকা সিঙ্গেল ডিজিট সুদে সরবরাহের দাবি আবাসন শিল্পের সঙ্কট উত্তরণে অর্থনৈতিক রিপোর্টার ॥ আবাসন খাত সঙ্কটে থাকায় এ খাত সংশ্লিষ্ট লিংকেজ শিল্পগুলোও সঙ্কটে রয়েছে। এ সঙ্কট উত্তরণে ব্যাংকে পড়ে থাকা অলস অর্থ সিঙ্গেল ডিজিট সুদে সরবরাহ করা যেতে পারে। বাংলাদেশের গৃহায়ন শিল্পের বিদ্যমান সঙ্কটাপন্ন পরিস্থিতিতে গৃহায়ন শিল্প এবং লিংকেজ শিল্পসমূহের প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের এক মতবিনিময় সভায় এ মতামত আসে। রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) শনিবার এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন, সহ-সভাপতি (এ্যাডমিন) মোঃ ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভুঁইয়া, সহ-সভাপতি (ফিন্যান্স) প্রকৌশলী সরদার মোঃ আমিন উপস্থিত ছিলেন।
×