ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে ভক্সওয়াগনের বিক্রি কমেছে ২০ শতাংশ

প্রকাশিত: ০৬:৪৮, ৭ ডিসেম্বর ২০১৫

যুক্তরাজ্যে ভক্সওয়াগনের বিক্রি কমেছে ২০ শতাংশ

ডিজেল গাড়িতে নিঃসরণ জালিয়াতির কারণে চলতি বছরের নবেম্বরে যুক্তরাজ্যের বাজারে ভক্সওয়াগনের গাড়ির বিক্রি ২০ শতাংশ কমেছে। তবে একই সময়ে যুক্তরাজ্যে ডিজেল গাড়ির সার্বিক বিক্রি ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। গত সেপ্টেম্বরে জালিয়াতির অভিযোগ ওঠার পর থেকেই কয়েকটি পশ্চিমা দেশসহ দক্ষিণ কোরিয়া ও ভারতের বাজারে কঠিন সময় পার করছে ভক্সওয়াগন। চলতি বছরের নবেম্বরে ডিজেল গাড়ির পাশাপাশি ভক্সওয়াগনের সিয়াট, স্কোডা ও অডি মডেলের গাড়িগুলোর বিক্রিতেও পতন দেখা গেছে। শুধু বেন্টলে গাড়ির বিক্রি প্রায় ২১ শতাংশ বেড়েছে। গত বছরের নবেম্বরের তুলনায় চলতি বছরের নবেম্বরে ভক্সওয়াগনের নিবন্ধিত নতুন গাড়ির সংখ্যা ৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২ হাজার ৯৫৮টিতে দাঁড়িয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার স্মার্টফোন বাজারের তালিকায় বাংলাদেশ তৃতীয় বার্ষিক প্রবৃদ্ধির দিক থেকে শীর্ষ ১০ স্মার্টফোন বাজারের তালিকায় বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। এই অর্জন উপলক্ষে স্যামসাং মোবাইল বাংলাদেশ দিচ্ছে আকর্ষণীয় সব উপহার যা গ্রাহকদের স্মার্টফোন জগতে প্রবেশে উৎসাহিত করবে। গ্রাহকরা এখন তাদের পছন্দের স্যামসাং গ্যালাক্সি ডিভাইস কিনলেই পাচ্ছেন সেডান কার ও প্রতিদিন স্যামসাং ৩২ এলইডি টিভি জিতে নেয়ার সুযোগ। এছাড়াও গ্রাহকরা এ অফারে উপভোগ করবেন সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহদী বলেন, এটি খুবই অসাধারণ একটি ব্যাপার যে বাংলাদেশ বর্তমানে বার্ষিক প্রবৃদ্ধির দিক থেকে শীর্ষ ১০ স্মার্টফোন বাজারের তালিকায় তৃতীয়। আমরা গ্রাহকদের সঙ্গে এই অর্জনটি উদযাপন করতে চাই। তিনি আরও বলেন, এই হ্যান্ডসেটগুলো হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় স্যামসাং গ্যালাক্সি ডিভাইস। -অর্থনৈতিক রিপোর্টার
×