ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টিএমএসএসের উদ্যোগে প্রতিবন্ধী দিবস

প্রকাশিত: ০৭:১৫, ৭ ডিসেম্বর ২০১৫

টিএমএসএসের উদ্যোগে প্রতিবন্ধী দিবস

টিএমএসএসের উদ্যোগে বৃহস্পতিবার ফাউন্ডেশন অফিস বগুড়ায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং পিকেএসএফের সহযোগিতায় ইউপিপি উজ্জীবিত প্রকল্পের আয়োজনে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান প্রতিপাদ্য উপস্থাপন করেন পিকেএসএফের উপ-প্রকল্প সমন্বয়কারী (উজ্জীবিত), প্রতিবন্ধী অধিকার ও উন্নয়ন গবেষক ম মাহবুবুর রহমান ভূইয়া। টিএমএসএস পরামর্শক ও সাবেক যুগ্ম-সচিব নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বগুড়া সদরের উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত খান, টিএমএসএসের আজীবন সদস্য ও মানবাধিকার কর্মী আনোয়ারুল ইসলাম বাচ্চু, উপনির্বাহী পরিচালক আব্দুল কাদের, পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম প্রমুখ। -বিজ্ঞপ্তি খাসজমির দলিল প্রদান স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ তালা উপজেলায় বাছাইকৃত প্রায় ১৫ হাজার প্রকৃত ভূমিহীনদের তালিকার মোড়ক উন্মোচন ও ৩০টি ভূমিহীন পরিবারকে খাসজমির চিরস্থায়ী দলিল হস্তান্তর করা হয়েছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে রবিবার দুপুরে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন ও খাসজমির দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। হত্যার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়ার শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজের বিবিএ ২য় বর্ষের ছাত্রী নববধূ সোনিয়া আক্তারের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্ভে আটক ও ফাঁসির দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেছেন। রবিবার দুপুরে কচুয়া উপজেলা সদরের জিরো পয়েন্টে ঘণ্ট্যাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।
×